মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে রাস্তা পার হবার সময় গাড়ি চাপা পড়ে মাদ্রাসা শিক্ষক মো. জহিরুল ইসলাম ও মাছ ব্যবসায়ীর রবি বেপারী মারা গেছেন। শনিবার সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর ব্রীজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাদ্রাসা শিক্ষক জহিরুল ইসলাম (৩৫) ও মাছ ব্যবসায়ীর রবি বেপারী (৪৭) পাঁচ্চর ব্রীজের কাছ দিয়ে রাস্তা পার হওয়ার সময় কাওড়াকান্দি ঘাট থেকে পাঁচ্চরের দিকে আসা মাটি টানার একটি ট্রাক তাদের দুইজনকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী রবি বেপারীর মৃত্যু হয়। গুরুতর আহত মাদবরচর ইসলামিয়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক জহিরুল ইসলামকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ জানায়, নিহত রবি বেপারী মাদবরেরচর ইউনিয়নের সাড়ে বিশ রশি গ্রামের মজিদ বেপারীর ছেলে। সে আড়ৎ থেকে মাছ কিনে বিভিন্ন বাজারে বিক্রি করতো। অপর নিহত মাদ্রাসার শিক্ষক জহিরুল ইসলাম মাদবচর চর ইউনিয়নের বাখরের কান্দি গ্রামের আবদুল হালিম বেপারীর ছেলে।

পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আরিফ খান বলেন, ‘শনিবার সকালে ঢাকা খুলনা মহাসড়কের পাঁচ্চর ব্রীজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এ দুঘটনায় ঘটনাস্থলে এক মাছ ব্যবসায়ী এবং ঢাকায় নেয়ার পর মাদ্রাসার শিক্ষক মারা যান। ট্রাকটি কাওড়াকান্দি ঘাট এলাকায় মাটি টানার কাজে ব্যবহৃত হতো। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে।

(এএসএ/এএস/অক্টোবর ৩১, ২০১৫)