মাদারীপুর প্রতিনিধি :জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ ২০৪১ এ উন্নত বাংলাদেশ’ এই শিরোনামকে সামনে রেখে রবিবার মাদারীপুরে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

সকালে স্বাধীনতা অঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. বাবর আলী মীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দিন, জেলা তথ্য অফিসার দীপংকর বর, উন্নয়নকর্মী সাহানা নাসরিন রুবি প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবদের মধ্যে চেক বিতরণ, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, তালিকাভূক্ত যুব সংগঠনের মধ্যে কল্যান তহবিলের অনুদানের চেক বিতরণ ও ভ্রাম্যমান যুব প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।


(ওএস/এসসি/নবেম্বর০১,২০১৫)