ঈশ^রদী (পাবনা)প্রতনিধি : ঈশ^রদীর সাহাপুর মসজিদ মোড় এলাকায় রোববার সন্ধ্যার দিকে আব্দুর রহমান সরদার (৬৭) এর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। আব্দুর রহমান সরদার একাত্তরের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবাহানের বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের অন্যতম সাক্ষী।

আব্দর রহমানের পরিবারের পক্ষ হতে অভিযোগ করা হয়, সন্ধ্যায় মসজিদ মোড়ে চায়ের দোকানে যাওয়ার সময় এলাকার বিশুসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তাকে কোপাতে থাকে। এলাকাবাসী ও ওসি বিমান কুমার দাস জানান, ঈশ^রদী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও শহীদ পরিবারের সদস্য সাদেক আলী বিশ^াসের ছোট ভাইএর স্ত্রীর জমি-জমা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ রয়েছে। এছাড়া মানবাধিকার সংগঠনের আধিপত্য নিয়েও পাল্টাপাল্টি দুটি কমিটির বিরোধ ছিল বলে জানা যায়।। আব্দুর রহমান সরদার বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য। অপরপক্ষে, সাদেক আলী বিশ^াস ও বিশু বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সদস্য। এঘটনায় সাদেক আলী বিশ^াসকে প্রধান আসামী করে একটি মামলাও দায়ের হয়েছে বলে ওসি জানিয়েছেন। আহত আব্দুর রহমান সরদার জানান, ঘটনার সময় তিনি শুধু বিশু ছাড়া আর কাউকে চিনতে পারেননি। অভিযুক্ত সাদেক আলী বিশ^াস হামলার অভিযোগ অস্বীকার করে জানান, কয়েকদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে বিশ্রামে আছি।

(এসকেকে/এসসি/নবেম্বর০২,২০১৫)