চট্টগ্রাম প্রতিনিধি : ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

সোমবার দুপুর দেড়টায় চুয়েট উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃংঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকায় বৈঠকে তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এসময় পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্নাতোকত্তর পর্যায়ের সকল শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে।

এজন্য সোমবার বিকেল পাঁচটার মধ্যে ছাত্রদের ও মঙ্গলবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

(ওএস/এএস/নভেম্বর ০২, ২০১৫)