ফেনী প্রতিনিধি : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, অতীতে ব্লগার হত্যার বিচার না হওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় ফেনী আধুনিক সদর হাসপাতালে দুর্বৃত্তদের হামলায় আহত তুলসি রানী দাসকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

ড. মিজান বলেন, ফেনীর মাথিয়ারায় জেলে পল্লীতে হামলার ঘটনায় জড়িত অপরাধীদের বাঁচানোর চক্রান্ত চলছে। এ ঘটনায় রাষ্ট্র ও সরকারের কোনো মদদ নেই। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা যে দলেরই হোক না কেনো তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।

আর কোনো জজ মিয়া নাটক এদেশের মানুষ দেখতে চায় না মন্তব্য করে তিনি বলেন, এ ঘটনায় একজন নারী তার মাতৃত্ব হারিয়েছেন। আর একজন মায়ের যে অপূরণীয় ক্ষতি হয়েছে।

ড. মিজান আরো বলেন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঝে একটি অশুভ শক্তি কাজ করছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের এ অভিযোগ থেকে মুক্ত তা প্রমাণ দিতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সিভিল সার্জন ইসমাইল হোসেন সিরাজী, আধুনিক ফেনী সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক সরোয়ান জাহান প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ০২, ২০১৫)