পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে একটি বিদেশি পিস্তল একটি দেশিও বন্দুক ও ৪ রাউন্ড গুলি সহ এক আইনজীবি ও চার জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদার বুনিয়া কেরাতপুর ব্রীজর উপর আন্তজেলা ডাকাত সরদার মোঃ আলম মীরা তার লোকজন নিয়ে ডাকাতের প্রস্তুতির সময় তার কাছ থেকে একটি বিদেশি বন্দুক ও তিন রাউন্ড গুলি সহ তাকে আটক করা হয়, এ সময় অন্য ডাকতরা পালিয়ে যায়। পরে তার স্বীকার উক্তি অনুযায়ী, তার নিজ বাড়ি আউলিয়াপুর থেকে একটি পিস্তলের ম্যাগাজিন সহ এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পরে পিস্তলের কথা জানতে চাইলে আলম মীরা জানায় পটুয়াখালী শহরের কলাতলা বাজারে শফিকুল ইসলামের কাছে ২২ হাজার টাকায় বিক্রি করে। পুলিশ তার কথা অনুযায়ী সফিকুলকে আটক করলে সফিকুল জানায় সে ২২ হাজার টাকায় শহরের আদালত পারায় আইনজীবী মাজাহারুল ইসলাম রিংকুর কাছে বিক্রি করে, রিংকু জানায় সে পিস্তলটি ফরিদের কাছে রাখতে দেয় পরে পুলিশ ফরিদের সাথে মাজাহারুল ইসলাম রিংকুকে ফোনে কথা বলিয়ে দিলে, ফরিদের আদালত পাড়া ভারা বাসার টিনে চালের মধ্যে পলিথিন পেচান অবস্থায় একটি পিস্তাল ও ম্যাগাজিন সহ ফরিদকে আটক করে পুলিশ।

(এসডি/এনএস/নভেম্বর ০৩,২০১৫)