বাগেরহাট প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর হারবাড়িয়া এলাকা থেকে শুক্রবার রাতে মুক্তিপণের দাবিতে  অপহৃত  জেলেদের মধ্যে ৪০ মুক্তিপণ দিয়ে  বনদস্যু আওয়াল বাহিনীর কাছ থেকে মুক্তি পেয়েছে। মুক্তিপণ দিয়ে  ফিরে আসা অধিকাংশ জেলের বাড়ি বাগেরহাটের  মংলা, রামপাল ও খুলনার দাকোপ উপজেলায়।

মুক্তিপণ দিয়ে ফিরে আসা মংলার চিলা গাববুনিয়া এলাকার জেলে রেজাউল সরদার ও জাকির ফরাজি জানান, শুক্রবার রাতে পশুর নদীর হারবাড়িয়া এলাকা থেকে প্রায় অর্ধশত জেলেকে অপহরণ করে বনদস্যু আওয়াল ওরফে ছোটভাই বাহিনী। এরপর থেকে সোমবার পর্যন্ত দস্যুদের চাহিদা মতো মুক্তিপণ পরিশোধ করে একে একে তারা ৪০ জন ছাড়া পেয়েছে ।এখনো ওই বনদস্যু বাহিনীর সদস্যরা মুক্তিপনের দাবিতে ১০ জেলেকে সুন্দর বনের গহীন অরন্যে আটকে রেখেছে বলে ফিরে আসা জেলেদের সূত্রে জানাগেছে । তবে কোস্টগার্ডের দাবি, তাদের অভিযানের মুখে দস্যুরা অপহৃত সব জেলেকে ছেড়ে দিয়েছে। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আলাউদ্দিন জানান, কোস্টগার্ড সদস্যদের অভিযানের মুখে দস্যুরা সব জেলেকে ছেড়ে দিয়ে গহীন অরন্যে পালিয়ে গেছে ।
শনিবার দস্যুদের কাছ থেকে ফিরে আসা মংলার চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ি এলাকার জেলে সমির মন্ডল জানান, শুক্রবার সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন হারবাড়িয়া এলাকায় শতাধিক জেলে মাছ ধরছিলেন। এসময় বনদস্যু আওয়াল বাহিনীর ১০/১২ জনের একটি সশস্ত্র দল জেলে বহরে হামলা চালিয়ে মাছ-জাল লুট করে নিয়ে যায় ও ২০টি নৌকাসহ ৫০ জেলেকে অপহরণ করে । এরপর বনদস্যুরা তাকে বাজার নিয়ে আসতে মংলায় পাঠালে এ অপহরণের কাহিনী প্রকাশ হয়ে পড়ে।
(একে/এএস/মে ২৬, ২০১৪)