সাতক্ষীরা প্রতিনিধি :টানা চতুর্থ দিনের মত ২৫০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজের সবকটি ভবনে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করছে মেডিকেল শিক্ষার্থীরা। একই সাথে পূর্ণাঙ্গ হাসপাতাল চালু না হওয়া পর্যন্ত তাদের এ অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা।

আজ মঙ্গলবার সকালে ক্লাস বর্জনের সাথে সাথে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের ছাত্র আহসান হাবিব, ৫ম বর্ষের ছাত্রী ওয়ারিন আক্তার, ছাত্র আলমগীর হোসেন, সব্যসাচী, সাইফুর রহমান, গিয়াস হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনার পর ২০১১ সালে সেপ্টেম্বরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চালু হয়। বর্তমানে এখানে ২০৮ জন শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। কিন্তু আজও পর্যন্ত পূর্ণাঙ্গরুপে চালু হয়নি। শুধুমাত্র মেডিসিন ওয়ার্ডটি ৩০ শয্যা নিয়ে নামমাত্র লোকবল নিয়ে চালু হয়েছে যা তাদের ক্লিনিক্যাল ক্লাসের জন্য যথেষ্ট নয়। বহুবার প্রতিশ্রুতি দেয়া হলেও তার কোন বাস্তব রুপ দেখা যায়নি।

বক্তারা আরও বলেন, অতিদ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালু, যতদিন চালু হচ্ছেনা ততদিন ক্লাস, আইটেম, কার্ড, ওয়ার্ড এবং সকল কার্যক্রম বর্জন করা হবে। তারা বলেন, চুড়ান্ত পেশাগত পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনতিবিলম্বে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালটি ২৫০ শয্যা জেনারেল হাসপাতলরুপে চালু করা প্রয়োজন।




(আরএনকে/এসসি/নবেম্বর০৩,২০১৫)