দুর্গাপুর (নেএকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের মহিলাদের নিয়ে ০৮ নং পল্লী সমাজ এর উদ্যোগে ব্যতিক্রমধর্মী কোচিং সেন্টার চালু করেন বুধবার।

সরজমিনে গিয়ে দেখা গেছে এলাকার স্বাস্থ্য, যোগাযোগ এবং শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন সহায়তায় পল্লী সমাজ ১৫ বছর যাবৎ উক্ত এলাকায় সুবিধা বঞ্চিত নারীদের উন্নয়নের লক্ষে কাজ করে আসছে। নারীরা প্রতি মাসে পল্লী সমাজের সভ্য়া নিজেদের ও এলাকার সমস্যা নিয়ে আলোচনা করেন ও সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় পল্লী সমাজের সাধারন সভায় ছেলে মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে কোচিং সেন্টার চালু করার সিদ্বান্ত হয়। এই কোচিং সেন্টারে ১ম-৫ম শ্রেণী পর্যন্ত সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীদের কোচিং এর ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী সমাজ সভা প্রধান হালিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা করেন মোঃ মজিবুর রহমান, মোঃ সুরুজ আলী, মোঃ বরুজ আলী, মোঃ বাচ্চু মিয়া, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ কর্মকর্তা মোছাঃ মাকসুদা শাহী প্রমুখ।

এলাকাবাসী পল্লী সমাজের এই মহতি উদ্যোগকে সাধুবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

(এনএস/এএস/নভেম্বর ০৪, ২০১৫)