জাবি প্রতিনিধিঃ‘স্মৃতির টানে ফিরছি কামালউদ্দিন’ এ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামালউদ্দিন হলের বর্তমান ও প্রাক্তন ছাত্রদের নিয়ে পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। আবাসিক এই হলটির পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর । দিনব্যাপী এ পুনর্মিলনীতে হলের ৩০টি ব্যাচের প্রায় দুই সহস্রাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহন করবেন বলে আশা করা যাচ্ছে।

১৯৮৬ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম নির্বাচিত উপাচার্য অধ্যাপক আ ফ ম কামালউদ্দিনের নামে নির্মিত হয় এই স্বনামধন্য আবাসিক হল। এ হলের ১৪তম ব্যাচ (১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষ) থেকে শুরু করে ৪৪তম ব্যাচের (২০১৪-১৫ শিক্ষাবর্ষ) প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ১৪ থেকে ৩৫ তম ব্যাচ পর্যন্ত রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১০০০ টাকা এবং অতিথিদের জন্য ফি নির্ধারন করা হয়েছে জনপ্রতি ৫০০ টাকা। ৩৬ থেকে ৩৮তম ব্যাচ পর্যন্ত রেজিস্ট্রেশন ফি জনপ্রতি ৫০০ টাকা এবং অতিথি ফি জনপ্রতি ৩০০ টাকা। এছাড়া ৩৯ থেকে ৪৪ ব্যাচ পর্যন্ত রেজিস্ট্রেশন ফি নির্ধারন করা হয়েছে ৩০০ টাকা এবং অতিথি ফি জনপ্রতি ২০০ টাকা।

প্রাক্তন ছাত্ররা নিজ নিজ ব্যাচের প্রতিনিধি অথবা বিকাশের মাধ্যমে পুনর্মিলনীর রেজিস্ট্রেশন করতে পারবে। আগামী ২ নভেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম শেষ করতে হবে। প্রয়োজনে ০১৭১৯০৪৩৬৮৩, ০১৭২৩৪৫৫৪১৮ ও ০১৯১৩২৬৮৫২৫ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে (facebook.com/groups/427986520707281) পুনর্মিলনী সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।




(টিটি/এসসি/নবেম্বর০৪,২০১৫)