সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় একীভুত শিক্ষা ও বাংলা ইশারা ভাষা বিষয়ক সাত দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষন শুরু হয়েছে।

জেলা সমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠন সিডো, ডিডিসি, সোপান ও বেত্রবতী পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে তিন নভেম্বর থেকে উক্ত শিক্ষক প্রশিক্ষণের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। সিডোর প্রধান নির্বাহী ম্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মুহসীন আলী। বিশেষ অতিথি ছিলেন রেজিঃ সমাজসেবা অফিসার মিজানুর রহমান, কারিতাস আলোঘর (লাইট হাউজ) প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক জেমস্ সুকুমার মন্ডল, সিডিডির প্রশিক্ষক উম্মে সালমা, জেলা সমাজসেবা কর্মচারী সমিতির সভাপতি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোপানের নির্বাহী পরিচালক সেকেন্দার আলী, ডিডিসির নির্বাহী পরিচালক রিয়াজুল ইসলাম, বেতওবতী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী সদস্য মনোয়ারা খাতুন প্রমুখ। প্রশিক্ষনে অত্র সংগঠনের মোট ১৬ জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহন করেন।

(এমএ/এনএস/নভেম্বর০৫,২০১৫)