মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল প্রাইমারী স্কুল মাঠে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। লায়ন্স ক্লাব অব ঢাকা গ্লাইডিয়া গ্লোরী’র উদ্যোগে তারাউজিয়াল পল্লি মঙ্গল সমিতি এ চক্ষু ক্যাম্পের আয়োজন করে।

সকালে ডিষ্ট্রিক গর্ভনর লায়ন ওয়াহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন। তরাউজিয়াল পল্লি মঙ্গল সমিতির সভাপতি মিয়া আলী আকবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফাষ্ট ভাইস ডিষ্ট্রিক গর্ভনর লায়ন জোনাইদ ইকবাল, সেকন্ড ডিস্ট্রিক গর্ভনর লায়ন কাজী সইফুল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক নূরোল হোসেন মোল্লা, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, আওয়মীলীগ নেতা আবুল কালাম মাষ্টার, সমাজ সেবক আতোয়ার রহমান, লায়ন খায়রুল আলম, লায়ন একেএম নুরুনবী, লায়ন বিপ্লব হোসেন, লায়ন শাহ সুজা মিল্লাত প্রমুখ।

চক্ষু ক্যাম্পে ঢাকা থেকে আসা ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে এক হাজর মনুষের চক্ষু পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদান ও অপারেশনের জন্য রোগি বাছই করেন।

(ডিসি/এএস/নভেম্বর ০৫, ২০১৫)