গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ৪৪-তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় সমবায় ব্যাংক চত্বরে এসব কর্মসূচী পালিত হয়।

“সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন”- শীর্ষক প্রতিপাদ্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা আব্দুল কাউয়ুম সিকদার ও বিশিষ্ট সমবায়ী আমজাদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় দিবস উদযাপন কমিটির সভাপতি শেখ মাসুদুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমবায়ী সন্ধ্যা রাণী বালা, সাদেকুল বাহার, দীপ্তি বিশ্বাস, এ্যাড. শফিকুল ইসলাম, বাসু দেব বিশ্বাস, সুমনা বিশ্বাস প্রমূখ।

এর আগে সমবায় ব্যাংক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ব্যাংক চত্বরে এসে শেষ হয়।

সরকারি কর্মকর্তা, বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সমবায়ীরা এ র‌্যালিতে অংশ নেন।

(এমএইচএম/এলপিবি/নভেম্বর ৭, ২০১৫)