সাতক্ষীরা প্রতিনিধি :জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্ এর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাত দু’টোর দিকে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে এ ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একটি পরিবারের চার সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে তিন লাখ নগদ টাকা ও আট ভরি সোনার গহণা লুট করেছে।

তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের আজহারুল করিম জানান, অবিভক্ত বাংলার ডেপুটি স্পিাকার প্রয়াত সৈয়দ জালাল উদ্দীন হাশেমী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখ্ত,আওয়ামী লীগের প্রয়াত সাংসদ সৈয়দ কামাল বখত্ সাকী ও তালা উপজেলা আ.লীগের সাবেক সভাপতি প্রয়াত সৈয়দ খালেদ বখত্ (বুচু) এর মালিকানাধিন বাড়িতে তাদের আত্মীয় হিসেবে স্বপরিবারে ওই বাড়িতে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন।

আজহারুল করিম আরো জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে সাত/আট জনের একদল সশস্ত্র ডাকাত বারান্দা ও গেটের তালা ভেঙ্গে ঘরের মধ্যে ঢোকে। ডাকাত দলের সদস্যরা পিস্তল, পাইপগান, রামদা’র মুখে তার স্ত্রী মমতাজ করিম, ছেলে শেখ সাদি ও তাকে জিম্মি করে আলমারির তালা ভেঙে ৮ ভরি সোনার গহণা ও নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে চলে যায়।
এ ব্যাপারে সৈয়দ দিদার বখত বলেন, তার বাড়ীতে ডাকাতির ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল ইসলাম রেজা ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লুট হওয়া টাকা ও সোনার গহনা উদ্ধার ও ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আজাহারুল করিম ওরফে গোলাপ শেখ বাদি হয়ে রোববার বিকেলে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তবে অভিযোগে লুটপাট হওয়া টাকা ও সোনার গহণার পরিমান নিয়ে যাচাই বাছাই করার পর মামলা রেকর্ড করা হবে।


(আরএসকে/এসসি/নবেম্বর৮ ,২০১৫)