সাতক্ষীরা প্রতিনিধি :সাংবাদিক ও সাতক্ষীরা ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মনোরজ্ঞন ঘোষকে গতকাল রোববার বিকাল ৪.৪৩ মিনিটে পুলিশিং কমিটির সভাপতি রমজান আলী বিশ্বাস ও ইউপি সদস্য আব্দুল মালেক শেখ-০১৭৭২৭০৪৭৪৬৭ নম্বর মোবাইল থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করতে ও ঘরবাড়ী দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় অধিবাসী পাথরঘাটা গ্রামের সুশংকর ঘোষের সাথে মনোজ ঘোষের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সুত্র ধরে গত ২রা নভেম্বর বিরোধীয় জমির মীমাংসার জন্যে পুলিশিং কমিটি ও ইউনিয়ন চেয়াম্যান রফিকুল ইসলামের নেতৃত্বে এক শালিস বৈঠকের আয়োজন করা হয়। শালিসে মনোরজ্ঞন ঘোষ গং পৈতৃক সুত্রে জমির মালিক বলে বিবেচিত হন এবং সুশংকর ঘোষের কোন বসত ভিটা না থাকায় উক্ত জমির এক অংশে আশ্রিত হিসাবে বসবাস করছেন বলে প্রমাণীত হয়। পরবর্তীতে আবারও কিছু ব্যক্তির উস্কানিতে জোরপুর্বক জমিতে দখল প্রতিষ্ঠা ও জোর করে শালিসনামায় স্বাক্ষর করিয়ে নেওয়ার জন্য ৮ নভেম্বর বিকালে ২য় দফা শালিস বৈঠকের আয়োজন করে। কিন্তু, পুর্বেই মনোজ ঘোষ এই শালিসে উপস্থিত থাকবেন না বলে পুলিশিং কমিটির সেক্রেটারী অমরেন্দ্র নাথ ঘোষ ও চেয়ারম্যান সাহেব বরাবর জানিয়ে দেওয়ার পরও একতরফা উদ্দেশ্যমুলকভাবে এই বৈঠক ডাকা হয়। এই শালিসে মনোজ ঘোষ উপস্থিত না হওয়ায় উক্ত ব্যক্তিরা তাকে জোর করে জমি দখল ও দেশ ছাড়ার হুমকি প্রদান করে। এছাড়া সুশংকরের ভাড়াটে গুন্ডারা ঝাউডাঙ্গা বাজার ও বাড়ির আশপাশ মনোজ ঘোষকে লাথি মেরে জোর করে জমি লিখে নেবে ও দখল করবে বলে হুমকি দিয়ে বেড়াচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়। এমতাবস্থায় সাংবাদিক মনোজ ঘোষ ভাড়াটে দগুন্ডাদের দ্বারা আক্রান্ত হওয়ার ভয়ে পরিবার পারিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন বলে জানিয়েছেন।
তবে ঝাউডাঙা পুলিশিং কমিটির সভাপতি রমজান আলী মোবাইল ফোনে মনোজ ঘোষকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন।


(এমআর/এসসি/নবেম্বর০৮,২০১৫)