স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ বছর ইউনিটটিতে উত্তীর্ণ শিক্ষকার্থীর সংখ্যা শতকরা ৯ দশমিক ৯৪ শতাংশ।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষে সমাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৪৬৫টি আসনের বিপরীতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ১৭১ জন। যা শতকরা হারে ৯ দশমিক ৯৪ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৮৮৫ জন, মানবিক বিভাগ থেকে ১ হাজার ৭৪৭ জন এবং ব্যবসা বিভাগ থেকে ১ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এবার ইউনিটটিতে ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীর সংখ্যা ছিল ৯০ হাজার ১৩০ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬২ হাজার ৭৮ জন শিক্ষার্থী। অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৫৫ হাজার ৯০৭ জন।

শিক্ষার্থীরা পরীক্ষার মোবাইল এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারবে। মোবাইলে যেকোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU লিখে স্পেস (<>) দিয়ে GHA লিখে স্পেস (<>) দিয়ে Roll No লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএস ফল জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

জানা যায়, পাশকৃত সকল শিক্ষার্থীকে আগামী ১১ নভেম্বর ২০১৫ থেকে ১৮ নভেম্বর ২০১৫ পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে। এছাড়া কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১০ নভেম্বর ২০১৫ থেকে ১৭ নভেম্বর ২০১৫ মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে ডিন অফিসে জমা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ১২ নভেম্বর ২০১৫ পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। যার ফলাফল ১৭ নভেম্বর উক্ত অনুষদের অফিসে প্রকাশ করা হবে। এছাড়া আগামী ২৫ নভেম্বর ২০১৫ বিষয় ভিত্তিক মনোনয়ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর ২০১৫ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)`র ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

(ওএস/এএস/নভেম্বর ০৯, ২০১৫)