গোপালগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, আওয়ামীলীগের শক্তি হলো জনগণ। এই জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস, নাশকতা সৃষ্টিকারীদের মোকাবেলা করা হবে। তিনি বিএনপিকে সন্ত্রাসীও জঙ্গী সংগঠন উল্লেখ করে বলেছেন, সন্ত্রাসী ও জঙ্গী সংগঠনের সাথে কোন আলোচনা হতে পারেনা।

তিনি আজ সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, একজন খুনির সাথে বসে আলোচনা করে কোন সুফল আসতে পারেনা। যুদ্ধাপরাধী ও খুনিদের বাদ দিয়ে আওয়ামীলীগ জাতীয় ঐক্যে রাজি রয়েছে বলে তিনি জানান।

এ সময় কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাসিম এমপি, বিএম মোজাম্মেল হক এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উম্মে রাজিয়া কাজল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান এমপি, এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার, জেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলন সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ীমীলীগের সভাপতি শেখ আব্দুল হালিম।

পরে শেখ আব্দুল হালিমকে সভাপতি ও আবুল বসার খাযেরকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়।

(এমএইচএম/এএস/নভেম্বর ০৯, ২০১৫)