মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণার হস্তক্ষেপে সোমবার বিকেলে সদর উপজেলার রাস্তি গ্রামে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত মেয়ের বাবাকে এক হাজার টাকা জরিমানা করেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার রাস্তি গ্রামের শাহ ফকিরের মেয়ে সামসুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণীর ছাত্রী মর্জিনা আক্তারের সাথে গোপালগঞ্জ জেলার সিকিনওহাটা গ্রামের সৌদি প্রবাসী দবিরের সাথে বিয়ে ঠিক হয়। সোমবার বিয়ের আনুষ্ঠানিকতার খবর পেয়ে মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়।

এসময় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শফিউল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের বাবা শাহ ফকিরের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা ও ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবে না বলে অঙ্গিকারনামায় স্বাক্ষর নেন।

মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এএসএ/এএস/নভেম্বর ০৯, ২০১৫)