মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় ১ লাখ ২১ হাজার ৪৩৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 

আগামী ১৪ নভেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার মাগুরা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সাংবাদিক ওরিয়েনটেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
কর্মশালায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.মুক্তাদির রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আমিনুল ইসলাম, ডা.সুব্রত সরকার, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সদস্য সচিব শরীফ আমিরুল হাসান বুলু প্রমুখ।
কর্মশালায় আরো জানানো হয়, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১২ থেকে ৫৯ মাস শিশুকে ১টি করে লাল রঙের এবং ৬ থেকে ১১ মাস বয়সি শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলার ১টি পৌরসভাসহ ৩৬ টি ইউনিয়নে ৯৯৫ টি কেন্দ্রে ২ হাজার ৯৮৫ জন স্বেচ্ছাসেবক, ৩০৪ জন স্বাস্থ্য কর্মী ও ১৯৯ সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।

(ডিসি/এনএস/নভেম্বর ১০, ২০১৫)