গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, খালেদা জিয়া চিকিৎসার নামে লন্ডন গিয়ে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। দেশের জনগণকে সাথে নিয়ে তার সব ষড়যন্ত্রকে মোকাবেলা করা হবে।

তিনি বলেন, খালেদা জিয়া ও তার ছেলে বহু অকর্ম করেছেন। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সাজা হবে। এ ভয়ে তারা আর দেশে ফিরবেন না।

তিনি আজ মঙ্গলবার দুপুরে শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে অনুষ্ঠিত গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ ও শহর আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি খালেদা জিয়াকে সকল অপশক্তি আর জঙ্গিদের নেত্রী উল্লেখ করে বলেন, খালেদার নির্দেশে বিদেশী নাগরিক হত্যা করা হয়েছে। আন্দোলনের নামে হত্যা, খুন, পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, হত্যা, গুম, খুন করে আর দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবেনা।

শেখ সেলিম বলেন, দেশে জঙ্গিবাদের উত্থান হতে দেয়া হবেনা। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া আর কোন শক্তি এ দেশে থাকবেনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চৌধুরী এমদাদুল হক, উম্মে রাজিয়া কাজল এমপি,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার, কাজী লিয়াকত আলি, হাসমত আলি সিকদার চুন্নু, বিএম হাসান কবির ছানু, এস এম নজরুল ইসলাম প্রমুখ।

পরে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে কাজী লিয়াকত আলি লিকু, সাধারন সম্পাদক হিসাবে রফিকুল ইসলাম মিটু এবং শহর আওয়ামীলীগের সভাপতি হিসাবে হাসমত আলি সিকদার চুন্নু ও সাধারণ সম্পাদক হিসাবে এস এম নজরুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

(এমএইচএম/এএস/নভেম্বর ১০, ২০১৫)