স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, অপরাধীরা যেকোনো দলের যত বড় নেতা বা ব্যক্তি হউক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘দেশকে অস্থীতিশীল করার স্থানীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘আমরা নগরবাসী’ নামে একটি সংগঠন আলোচনা সভার আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের নেতা হিসেবে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। আপনাদের (বিএনপি-জামায়াত) ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের দলে যদি কোনো সন্ত্রাসী বা জঙ্গি না থাকে, তাহলে কিসের ভয়? তবে আপনাদের মধ্যে কেউ যদি জঙ্গি সংশ্লিষ্টতায় সম্পৃক্ত থাকে, তাহলে তাদেরকে ধরা হবে।

কামরুল ইসলাম আরও বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিপক্ষকে কোনো ধরনের হেনস্থা করার পক্ষপাতি নয়। এগুলো ২০০১ সালে আপনারা (বিএনপি-জামায়াত) করেছেন। শেখ হাসিনা এ ধরনের অপরাজনীতি করেন না। কারণ আমাদের চরিত্রে এগুলো নেই।

মন্ত্রী বলেন, কক্সবাজারের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি একজন অপরাধী হিসেবে ধরা পড়েছেন। তাহলে বিএনপির নেতারা অপরাধ করলে কেন ধরা পড়বে না?

‘অপরাধী যেই হউক না কেন, তাদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সে ব্যক্তি বিএনপি, জামায়াত বা কোনো ব্যাংক কর্মকর্তা হউক না কেন’, বলেন কামরুল।

স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে তিনি বলেন, কেউ কেউ বলছেন, আগামী নির্বাচন নাকি একতরফাভাবে হবে। এটা ভুল ধারণা। আপনারা (বিএনপি-জামায়াত) নির্বাচনে আসেন, সবাই তো আর সস্ত্রাসী না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ অবস্থান সম্পর্কে খাদ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশে আসার নামে বারবার তারিখ পরিবর্তন করছেন। তার মধ্যে একটা অজানা ভয় কাজ করছে। আসলে বিদেশে বসে দেশের বিরুদ্ধে তিনি নীলনকশা অনুসারে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, দেশে সাম্প্রতিক খুন, বিদেশি হত্যা, হোসেনী দালানের হামলা ও পুলিশ হত্যাকাণ্ড বড় কোনো সন্ত্রাসী বা আইএস’র কাজ নয়। এগুলো বিএনপি-জামায়াতের নতুন কৌশল, তারা নতুন রুপে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে আর্বিভূত হচ্ছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

‘আমরা নগরবাসী’ সংগঠনের আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম। এতে আওয়ামী লীগের নেতা এম এ করিমও বক্তব্য রাখেন।

(ওএস/এএস/নভেম্বর ১১, ২০১৫)