চুয়াডাঙ্গা প্রতিনিধি : চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় ৪টি উপজেলায় মোট ২০ হাজার ৪শ’ ৪০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ অফিস সূত্রে জানা গেছে, মোট জমির মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় পাটের আবাদ করা হবে ৩ হাজার ২০০ হেক্টরে, আলমডাঙ্গা উপজেলায় ৮ হাজার হেক্টরে, দামুড়হুদা উপজেলায় ৭ হাজার ২৪০ হেক্টরে ও জীবননগর উপজেলায় ২,০০০ হেক্টরে।

জেলায় এ মৌসুমে পাট চাষকে সফল করার লক্ষ্যে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ বিএডিসি জেলার পাট চাষিদের মধ্যে ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করেছে। জেলার ৪টি উপজেলার সর্বত্র পাট চাষের কাজ চলছে তবে ধীর গতিতে। এ জেলায় গত সাড়ে তিন মাস বৃষ্টিপাত না হওয়ায় পাট চাষ ব্যাহত হচ্ছে।

এ মৌসুমে পাট চাষের আবহাওয়া অনুকুলে থাকলে মোট ৭৩ হাজার ৫৮০ মেট্রিক টন পাট উৎপাদিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

(ওএস/এস/মে ২৬, ২০১৪)