সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দুই দিনের (১২ ও ১৩ নভেম্বর) সম্মেলন ও কাউন্সিল পরবর্তী সাতক্ষীরায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর একটায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এ সময় প্রবীন বাম রাজনীতিক কমরেড বিমল বিশ্বাসকে আবারও সভাপতি ও জাকির হোসেন রাজুকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট্য কেন্দ্রীয় কমিটির নাম ঘোষনণা করা হয়।

সংবাদ সম্মেলনে এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড বিমল বিশ্বাস, কার্যকরী সভাপতি অধ্যাপক ইসহাক শরীফ, সহ-সভাপতি সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ , সহ-সভাপতি সাংসদ অধ্যাপক ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্টের দীর্ঘ আলোচনা শেষে সকল কাউন্সিলরের মতামতে ৩৫ সদস্য বিশিষ্ট্য এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ২৩টি জেলার প্রতিনিধিদের অংশগ্রহণে পাচঁ দফা দাবিকে সামনে রেখে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ।


(একে/এসসি/নবেম্বর১৩,২০১৫)