কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ মোল্লা (৪৫) কে আজ শনিবার ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। সে রাউৎকোনা গ্রামের মাইনুদ্দিন মোল্লার ছেলে। এর আগে তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, ভোরে জামাত শিবিরের নেতা কর্মীরা নাশকতা ও সহিংসার উদ্দেশে ফরহাদ মোল্লার বাড়ীতে রাত ভর গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহর নেতৃত্বে এস আই মঞ্জুদ্দোহা ও এ,এস আই জহুরুল ইসলাম সহ পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের অভিযান টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ সময় পুলিশ তার বাড়ি থেকে বেশ কিছু জিহাদী বই, লিফলেট ও তিনটি মোটর সাইকেল উদ্বার করে এবং ফরহাদ মোল্লা পালানোর সময় গ্রেফতার করে।

(এসকেডি/এএস/নভেম্বর ১৪, ২০১৫)