জাবি প্রতিনিধি :উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ প্রতিপাদ্য নিয়ে আগামী ১১ ডিসেম্বর শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রজাপতি মেলা-২০১৫’।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও মেলায় সার্বিক সহযোগিতায়
রয়েছে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই।

মেলার আহবায়ক অধ্যাপক মনোয়ার হোসেন জানান, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান
মিলনায়তন প্রাঙ্গনে সকাল নয়টায় মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
ফারজানা ইসলাম। দিনব্যাপী মেলার অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে শিশু-কিশোরদের জন্য
প্রজাপতির ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রজাপতির হাট
দর্শন (জীবন্ত— প্রজাপতি প্রদর্শন), প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, প্রজাপতি চেনা প্রতিযোগিতা,
প্রজাপতি বিষয়ক ডকুমেন্টরি প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। এছাড়া এবারের মেলার প্রধান
আকর্ষণ হচ্ছে ‘বাটারফ্লাই ব্রিডিং সেন্টার অ্যান্ড পার্ক’এর উদ্বোধন।

উলে­খ্য, প্রজাপতির সংরক্ষণ, প্রজনন ও গবেষণার লক্ষে ২০১৪ সালে ক্যা¤পাসে ‘বাটারফ্লাই ব্রিডিং
সেন্টার অ্যান্ড পার্ক’ তৈরির উদ্যোগ হাতে নেন প্রজাপতি মেলার স্বপ্নদ্রষ্টা অধ্যাপক মনোয়ার হোসেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের পাশে নিরিবিলি মনোরোম পরিবেশে গড়ে তোলা হয়েছে
এ ‘বাটারফ্লাই ব্রিডিং সেন্টার অ্যান্ড পার্ক’। প্রজাপতি নিয়ে গবেষণা ও প্রজাপতি সংরক্ষণের কাজে
নিয়োজিত এই প্রাণিবিজ্ঞানী বাংলাদেশে প্রথমবার ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে ‘প্রজাপতি মেলা’
আয়োজন করে প্রজাপতির প্রতি মানুষের দৃষ্টি আর্কষণ করেছেন।


(টিটি/এসসি/ নবেম্বর১৪,২০১৫)