ফেনী প্রতিনিধি : ফেনী জেলার ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার আসামি সজীবকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

ফেনী পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিরিঞ্চি হাঙ্গার থেকে সোমবার রাত পৌনে ১২টার দিকে সজীবকে গ্রেফতার করা হয়।

সজীব একই এলাকার আবুল হাসেমের ছেলে।

ফেনী মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহবুব মোরশেদ জানান, র‌্যাব-১ গত শনিবার রাতে কক্সবাজার থেকে একরাম হত্যার দুই আসামি জাহিদ হোসেন ও মো. স্বপনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাতে বিরিঞ্চি হাঙ্গার থেকে সজীবকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে তার গাড়িতে প্রথমে গুলি করে এবং পরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় একরামের বড় ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ফেনী মডেল থানায় বিএনপি নেতা মহতাব উদ্দিন মিনাজ চৌধুরীকে প্রধান করে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

(ওএস/এইচআর/মে ২৭, ২০১৪)