মদন (নেত্রকোণা) প্রতিনিধি : একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এর ফাঁসির রায়ে বুধবার বিকালে নেত্রকোণার মদনে মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।

আনন্দ মিছিল শেষে উপজেলা পাবলিক হল চত্ত্বরে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম রিপুল, আওয়ালীগ নেতা সুরজিত বৈশ্য চৌধুরী, সমীর কুমার দাস, এ,বি,এম ফারুক, হাদিউল ইসলাম কাজল, গোলাম মোস্তফা, রিপন সিদ্দিকী, টিপু, ফয়সাল প্রমুখ।

(এএমএ/এএস/নভেম্বর ১৮, ২০১৫)