কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি : উপজেলা চকবড়হর গ্রামে ডাকাতের আঘাতে রোজিনা আকতার নামে এক গৃহকতী নিহত হয়েছেন। ঘটনাটি কাপাসিয়া থানা পুলিশ নিশ্চিত করেছেন।  এ সময় পুলিশ ডাকাতির সন্দেহে ৩জনকে আটক করা হয়েছে।


জানা যায় গতকাল বুধবার রাত সাড়ে তিনটার দিকে একদল ডাকাত চরবড়হর গ্রামের হাবিবুর রহমান সিদ্দিকের বাড়ীতে হানা দেয়। ডাকাতরা বাড়ীতে ঢুকে এলোপাতারি ভাবে কোপাতে থাকে এক পয্যায়ে হাবিুর রহমান সিদ্দিকের স্ত্রী রোজিনাকে দা দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে নিহত হয়। ঘুরুতর আহত বাড়ীর মালিক হাবিবুর রহমান,ও তার ছেলে সুমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অফিসার ইনচাজ মো: আহসান উল্লাহ জানান,ঘটনার পর ডাকাত সন্দেহে ঢাকা মিরপুরের ডা: আজমল হাসপাতালের একটি এ্যাম্বুলেন্স সহ ৩জনকে আটক আটক করেছে। তারা হলেন,মোক্তার হোসেন,সোহেলও সোহাগ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(এস কু ডি/বি এইচ১৯নভেম্বর২০১৫)