দিনাজপুর প্রতিনিধি : বৃহস্পতিবার ভোরে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি চোরা পথে আসা ২২ লাখ টাকা মূল্যের ৫০ কেজি ভারতীয় চন্দন কাঠ আটক করেছেন। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হিলি বিওপি ক্যাম্পের হাবিলদার শওকত হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের মধ্যবাসুদেবপুরের ইউনাইটেড রাইসমিল এলাকায় টহল দেয়ার সময় কয়েকজন চোরাচালানী ভারত থেকে দেশে ঢুকে পড়লে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় চোরাচালানীরা ৫০ কেজি ভারতীয় চন্দন কাঠের ১টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।

ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফজলুর রহমান চন্দন কাঠ আটকের কথা উল্লেখ করে বলেন, ৫০ কেজি চন্দনকাঠের মূল্য ২২ লাখ টাকা। চন্দন কাঠ হিলি শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এব্যাপারে হাকিমপুর থানায় বিজিবি’র পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

(এটি/এএস/নভেম্বর ১৯, ২০১৫)