লোহাগড়ায় পোল্ট্রি খামার আগুন ২ হাজার মুরগি পুড়ে ছাই
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় পোল্ট্রি খামার আগুনে পুড়ে দুই হাজার মুরগি মারা গেছে। গত শনিবার রাতে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে জুয়েল শিকদারের পোল্ট্রি খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জুয়েল শিকদার জানান, রাত ১টার দিকে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়।এসময় আগুনে ফার্মের প্রায় ২ হাজার মুরগি এবং ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
ওই খামার আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটি লোহাগড়ার লাহুড়িয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সজল হোসেন নিশ্চিত করেছেন।
(আরএম/এনএস/নভেম্বর ২২, ২০১৫)