পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় গত দু”মাসের হত দরিদ্রদের জন্য সরকারের বিতরনকৃত ১৫০মেঃ টন চালউ অনিয়মের মাধ্যমে গুদাম ভর্তি করে রেখেছে গুদাম কর্মকর্তা। কাগজ কলমে ঐ চাল বিতরন করা হয়েছে উল্লেখ্য করা হলেও  বাস্ববে ভিন্ন চিত্র।

কতিপয় চেয়ারম্যান ও দশমিনার খাদ্র্য গুদাম কর্মকর্তার যোগ সাজসে দুস্থদের জন্য বিতরনকৃত ওই চাল গোডাউনে রাখা হয়েছে। জানাগেছে, সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক গুদাম কর্মকর্তা মোসাঃ ফরিদা ইয়াসমিন অনৈতিক সুবিধা নিয়ে অনিয়ম মাধ্যমে গত দু”মাসের হত দরিদ্রদের জন্য বিতরনকৃত চাল ল্যাপ্স না করে গোডাউনে রেখেছেন।

নিয়ম অনুযায়ী ’হত দরিদ্রের জন্য বরাদ্ধকৃত চাল স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রতিমাসে বিতরণ করিতে বাধ্য থাকিবে নির্ধারিত সময়ের মধ্যে চাউল বিতরণ না করিলে ঐ চাল সংশ্লিষ্ট গোডাউন কর্মকর্তা ল্যাপ্স করিতে বাধ্য থাকিবে। এবং অভিযুক্ত চেয়ারম্যানদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করিবে’।

এ ব্যপারে খাদ্য পরিদর্শক মোঃ মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যে সকল চেয়ারম্যানগন যথা সময়ে ভিজিএফএর চাল গোডাউন থেকে নেয়নি তাদেরকে অতিদ্রুতম গুদাম থেকে চাল নিয়ে বিতরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে এটা অনিয়মের মাধ্যমে করা হয়েছে বলে তিনি স্বিকার করে বলেন, গত দু”মাসের ভিজিএফএর বরাদ্ধকৃত মাত্র ৬০ মেঃ টন চাল গুদামে রয়েছে। তিনি আরো বলেন, নিয়ম অনুযায়ী যথাসময়ে গুদাম থেকে চাল না নেয়া হলে ঐ চাল ল্যাপ্স করা হয় এবং অভিযুক্ত চেয়ারম্যানদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করবেন। তাছাড়া বিষয়টি তিনি মৌখিক ভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান।

(এসডি/এসসি/নবেম্বর২৩,২০১৫)