গোপালগঞ্জ প্রতিনিধিঃ শিশুদের এক হাজার দিনের পথ চলাকে নিরাপদ করতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পুষ্টি বিজ্ঞান মেলা।

বুধবার সকাল ১০টায় স্থানীয় শেখ ফজলুল হক মনি অডিটরিয়মে বহুজাতিক কোম্পানী নেসলে বাংলাদেশ এই মেলার আয়োজন করে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্ভোধন করেন। এসময় গোপালগঞ্জের সিভিল সার্জন এস এম সিরাজুল ইসলাম, বিএমএ জেলা সভাপতি ডাঃ আবিদ হাসান, নেসলে বাংলাদেশের বরিশাল অঞ্চলের এরিয়া নিউট্রেশন এক্সিকিউটিভ তরুন কুমার কুন্ডু বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দিন ব্যাপী এই মেলায় গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন সরকারি ও বেসরকরি হাসপাতাল ও ক্লিনিকের সেবিকাগণ প্রশিক্ষণ গ্রহন করেন। এ মেলায় ৭টি স্টল বসেছে।

(এমএইচএম/এসএমএস/নভেম্বর ২৫, ২০১৫)