চাঁদপুর প্রতিনিধি : ১ হাজার পিস ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার ভোর ৫টার দিকে চাঁদপুর শহরের আদালত পাড়া এলাকা থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়।

চাঁদপুরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক বলেন, ভোরে পুলিশ সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় আদালত পাড়া এলাকা এলাকার একটি এতিমখানার সামনে প্রাইভেটকার থেমে থাকতে দেখে সন্দেহ হয়।

তল্লাশি চালিয়ে প্রাইভেটকার থেকে ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এতে প্রাইভেটকারটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখেই মাদক পাচারকারীরা পালিয়েছে বলে ধারণা করছেন তিনি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, জব্দকৃত প্রাইভেটকারটির মালিকানা যাচাই করা হবে। এ ঘটনায় মডেল থানায় অজ্ঞাত-পরিচয় ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।

(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০১৫)