গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে তাপস কুমার হাওলাদার (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১২টায় ঢাকা- খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সালিনাবক্স নামক স্থানে এই ঘটনা ঘটে। সে ওই উপজেলার দাসেরহাট গ্রামের মধুসুধন হাওলাদারের ছেলে।

মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানিয়েছেন, নিহত তাপস জমি থেকে ধান মাথায় নিয়ে বাড়ি যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

(এমএইচএম/এএস/নভেম্বর ২৭, ২০১৫)