‘মানবসম্পদ উন্নয়নে কবিতা’ স্লোগানে সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল কবিতা উৎসব ২০১৫। শনিবার সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবিতা পরিষদ, সাতক্ষীরা এ উৎসবের আয়োজন করে। সকালে উৎসবের উদ্বোধন করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য আসলাম সানী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় গীতিকবি পরিষদের সভাপতি এমআর মনজু, নাট্যব্যক্তিত্ব খায়রুল বাসার, কবি ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, প্রচ্ছদ শিল্পী চারু পিন্টু, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, কবিতা উৎসব ২০১৫-এর আহবায়ক মোস্তাফিজুর রহমান উজ্জল।

স্বাগত বক্তব্য রাখেন কবি মন্ময় মনির, ঘোষণাপত্র পাঠ করেন কবি সালেহা আকতার, শোক প্রস্তাব পাঠ করেন আমিনুর রশীদ। উৎসবের প্রথম পর্বে কবি সাকিরা পারভীন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন ও প্রবীণ সাংবাদিক শেখ আব্দুস সোবহানকে সম্মাননা প্রদান করা হয়। এবারের উৎসবে জেলার দুই শতাধিক কবি-সাহিত্যিক অংশ নেন।