বাগেরহাট  প্রতিনিধি : বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে “আন্তর্জাতিক প্রসবজনিত ফিষ্টুলা প্রতিরোধ দিবস” পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে সদর হাসপাতাল মিলনায়তনে সিভিল সার্জন ডা: বাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি বাবুল সরদার। সভায় স্বাগত বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন এ.এফ.এম রফিকুল হাসান। প্রবন্ধ উপস্থাপন করেন গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক মোজাফ্ফর হোসাইন। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের উদ্যোগে এমএনসিএন্ডএএইচ-এর সহায়তায় বাগেরহাট স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: আব্দুল মতিন আকন, এমদাদুল হক, মো: মঈন উদ্দিন মোল্লা, আবু দাউদ খান, রোকসানা পারভিন, সেবিকা অঞ্জনা পাল প্রমুখ। সভায় জানানো হয়, অসচেতনতা, বাল্য বিবাহ, প্রসবজনিত অব্যবস্থাপনা, অদক্ষধাত্রী দ্বারা প্রসব করানো এবং সময় মত প্রসুতিমাকে স্বাস্থ্যকেন্দ্রে না নেওয়ার ফলে প্রসবজনিত ফিষ্টুলা হয়ে থাকে। এ রোগ মায়ের স্বাভাবিক জীবন যপনে বাধা সৃষ্টি করে। তাই প্রসব পরিকল্পনার পাশাপাশি ফিষ্টুলা হলে দ্রুত চিকিৎসকে দেখানো উচিৎ। এ বিষয়ে সচেতনতা সবচেয়ে জরুরী বলে সভায় বক্তারা মত দেন। সভায় জানানো হয়, প্রতিবছন উন্নয়নশীল দেশে গর্ভজনিত জটিলতায় ১৫ কোটি নারী আক্রান্ত এবং ৬ লাখ নারীর মৃত্যু হয়।
(একে/এএস/মে ২৭, ২০১৪)