রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদভুক্ত এ-ইউনিটের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা এক ভর্তিচ্ছুকে শিবির সন্দেহে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ কলা ভবনের সামনে চায়ের দোকান থেকে ওই ভর্তিচ্ছুকে মতিহার থানায় সোপর্দ করা হয়।

আটক ভর্তিচ্ছু মো. আব্দুল কাদের এ-ইউনিটের জোড় রোল নম্বরধারীদের মধ্যে মেধাতালিকায় ১২২২তম। তার বাসা খুলনার কয়রা থানার ভান্ডারপুলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থী আব্দুল কাদের মৌখিক পরীক্ষা শেষ করে শহীদুল্লাহ কলা ভবনের সামনে চায়ের দোকানে বসে ছিল। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি (বহিষ্কৃত) মেহেদী হাসান, শেরেবাংলা হল কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী অনিক মাহমুদ বনিসহ ছাত্রলীগের কয়েকজন কাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে শিবির সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশের হাতে তুলে দেয় তারা।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীকে শিবির সন্দেহে আটক করা হয়েছে। শিবির সংশ্লিষ্টতার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদসহ ভান্ডারপুল এলাকার সংশ্লিষ্ট থানার মাধ্যমে খোঁজ নেওয়া হচ্ছে।’

(ওএস/এইচআর/নভেম্বর ৩০, ২০১৫)