গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বুধবার শুরু হবে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, শেখ হাসিনা স্কুল এ্যান্ড কলেজ এবং স্বর্ণকলি হাইস্কুলে অনুষ্ঠিত হবে। এবার ৭টি ইউনিটের অধীনে ২০ বিভাগে সর্বমোট ১ হাজার ৪৩০ আসনের জন্য ৩০ হাজার ১৯০ শিক্ষার্থী আবেদন করেছে। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য ২১ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা বুধবার, সি ও ডি ইউনিটের পরীক্ষা বৃহস্পতিবার এবং ই, এফ ও জি ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০১, ২০১৫)