বাগেরহাট প্রতিনিধি : এইচ আইভি সংক্রমণ ও মৃত্যর হাত থেকে বাঁচার অঙ্গীকারের মধ্য দিয়ে বাগেরহাটে বিশ্ব এইডস্ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সেখানে এসে শেষ হয়।

বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়াতনে সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজমুল হেসেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মতিন আকন প্রমুখ। পরে বাগেরহাট শিশু অংগন এর পরিবেশনায় এইডস্ বিষয়ক সচেতনামুলক একটি পথ নাটক ‘জানতে হবে’ প্রদর্শিত হয়।

(একে/এএস/ডিসেম্বর ০১, ২০১৫)