স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে জাতীয়  প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানান শিক্ষার্থীরা।

আন্দোলনরতরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে প্রথম জিপিএ পদ্ধতি চালু করা হয়। এসময় কোনো প্রকার ইনকোর্স ছাড়া পাশ নম্বর ছিল ৪০ শতাংশ। কিন্তু পাশের হার কমে গেলে তৃতীয় বর্ষ থেকে ২০ নম্বরের ইনকোর্স পদ্ধতি চালু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমাতে অনেক দ্রুত তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা নেওয়া হয়। এমনকি চতুর্থ বর্ষের জন্য নির্ধারিত সময়ের এক বছর আগেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। গত ২৬ নভেম্বর ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলে এতে ২৫ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়।

পরীক্ষায় একটি বা দু‘টি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল পুনর্বিবেচনা করে নতুন করে ফল প্রকাশ ও মাস্টার্সে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধনে।

(ওএস/এইচআর/নভেম্বর ০২, ২০১৫)