নেত্রকোনায় প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান সমাপ্ত
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলায় সিংহেরবাংলা ইউনিয়ন পরিষদ মাঠে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ‘র সহায়তায়, বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা বারসিক‘র বাস্তবায়নে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ে ২মাস ব্যাপি সাংস্কৃতিক প্রচারাভিযান শেষ হয়েছে বুধবার সন্ধ্যায়।
সে লক্ষ্যে সিংহেরবাংলা ইউনিয়নের নির্বাচিত জারীদল, লোকজ আঙ্গিকে সারীগান পরিবেশন এর মাধ্যমে প্রবীণদের ইউনিয়ন পরিষদ সেবা ও প্রবীণ অধিকার নিয়ে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে সর্বস্তরের কমপক্ষে ১হাজার নর-নারীর উপস্থিতে প্রবীণদের স্বাস্থ্য ও ইউনিয়ন পরিষদের সেবা বিষয়ে আমাদের করনীয় কি?
প্রবীণ জনগোষ্ঠীর জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে কি কি সেবা রয়েছে, প্রবীণ নীতিমালা ২০১৩ ও পিতামাতার ভরণপোষন আইন সম্পর্কে স্থানীয় চেয়ারম্যান মেম্বার কিভাবে সহায়তা করতে পারে, এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে তাঁর এক বাস্তব চিত্র ও সমাধানের দিকগুলো ফুটে উঠে। অনুষ্ঠানে প্রবীণদের কর্মময় এবং প্রত্যাশিত জীবনের প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত সকলকে বিভিন্ন লিফলেট ও প্রবীণবান্ধব ষ্টিকার বিতরন করা হয়। এতে বারসিক মানিকগঞ্জ রিসোর্স সেন্টার থেকে সাংস্কৃতিক বিনিময় সফরে আসা ১৩সদস্যের একটি সাংস্কৃতিক দল অনুষ্ঠানে অংশ নেন।
অসুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রহিম, অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ এখলাছ মিয়া, বীর মুক্তিযোদ্ধা জজ খাঁ. আব্দুল হেকিম, সমাজসেবক জামাল উদ্দীন, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ফরিদ জাম্বীল, নাট্য ব্যাক্তিত্ব হযরত আলী, বারসিক জেলা সমন্বয়কারী ইছাক উদ্দিন সহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
(এনএস/এএস/ডিসেম্বর ০২, ২০১৫)