গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে এক কিশোরী গৃহবধূ টয়লেটে সন্তান প্রসব হলে কমোডে পড়ে ওই নবজাতকের মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক এবং চাঞ্চল্যের এ ঘটনা ঘটেছে বুধবার সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে ওই গ্রামের মহসিন আলীর ছেলে শাহিন মিয়া (২৪) চাচাত বোন মিতু আক্তারকে (১৫) ভালোবেসে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরই কিশোলী মিতু সন্তান সম্ভবা হয়। সকালে পেট ব্যাথা শুরু হলে অল্প বয়স্ক মিতু ব্যাপারটি বুঝতে না পেরে প্রকৃতির ডাক ভেবে, বাড়ির টয়লেটে যায়। সেখানেই মিতু ফুটফুটে একটি ছেলে সন্তান প্রসব করে। জন্মের পর নবজাতক টয়লেটের কমোডের ভেতর পড়ে মলমূত্র নির্গমনের গর্তে আটকে যায়। মিতুর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে প্রায় দুই ঘন্টা করে মৃত অবস্থায় নবজাতককে উদ্ধার করে।

নবজাতকের বাবা শাহিন মিয়া জানান, তার স্ত্রী ৯ মাসের অন্ত:সত্ত্বা ছিলেন। প্রসবের তারিখ আরো এক মাস পরে ছিল। এ কারণে প্রসব ব্যথা উঠার পর স্ত্রী বিষয়টি বুঝতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে।

মোক্তারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো. মোফাজ্জল হোসেন খান জানান, বিষয়টি খুবই বেদনাদায়ক। অল্প বয়সী কিশোরী মায়ের অজ্ঞাতার জন্যেই নবজাতককে অকালে হারাতে হয়েছে।

(এসএএস/এএস/ডিসেম্বর ০২, ২০১৫)