স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাজেটে শিক্ষাখাতে যে বরাদ্দ রাখা হয়েছে তা অপ্রতুল। বর্তমান শিক্ষানীতি দিয়ে শিক্ষাখাতের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়।

বৃহস্পতিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজে একাদশ ও অনার্স প্রথমবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে বর্তমান শিক্ষানীতিতে আরো কিছু যোগ করতে হবে।

মন্ত্রী বলেন, বাজেটে শিক্ষাখাতে যে বরাদ্দ রাখা হয়েছে তা অপ্রতুল। এই বছর গতবছরের চেয়ে মাত্র ৫৫ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। তারপরও এই সীমিত বরাদ্দ দিয়ে আমাদের ধীরে ধীরে এগিয়ে যেতে হবে।

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা ও বিশ্ব দরবারে টিকে থাকতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে বলে জানান মন্ত্রী।

সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান হিমুসহ সাধারণ শিক্ষার্থীরা।

(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০১৫)