গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৪জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মুনশুরপুর (টেকপাড়া) নামকস্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল মিস্ত্রী (৪৫) টঙ্গীর আমতলী এলাকার দীনেশ মিস্ত্রীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার কীর্ত্তন শিল্পী একটি অনুষ্ঠান শেষ করে অটোরিক্সায় নরসিংদী টাঙ্গাইলের করটিয়ায় যাচ্ছিল। সকাল ১০টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মুনশুরপুর (টেকপাড়া) নামকস্থানে পৌছাঁলে বিপরীত থেকে আসা মালবাহী দ্রুত গতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে চালকসহ ওই ৪ কীর্ত্তন শিল্পী আহত হয়। স্থানীয়া তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলাল মিস্ত্রীকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন, পিরোজপুরের পরতাশি এলাকার কৃষ্ণ নিশির ছেলে জয়ন্ত কুমার (২৪), নরসিংদী সদরের গোলাপ মিয়ার ছেলে অটোরিক্সা চালক মিজান মিয়া (৩৫), বরগুনা পাথরঘাটা এলাকার নিখিশ গোমস্তার ছেলে অনুপম গোমস্তা (৩২), বরিশালের আগৈলঝড়ার জগদীস চন্দ্র বারৈর ছেলে যতীন বারৈ (৪১)। এদের মধ্যে অনুপমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(এএসএ/এএস/ডিসেম্বর ০৩, ২০১৫)