কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন কলাপাড়া পৌর আ’লীগ সভাপতি বিপুল হাওলাদার (আ’লীগ), হাজী হুমায়ুন সিকদার (বিএনপি) ও হুমায়ুন কবির মাসুম খান (জাপা)। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

কুয়াকাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন আঃ বারেক মোল্লা (আ’লীগ) আঃ আজিজ মুসুল্লী (বিএনপি), আনোয়ার হোসেন হাওলাদার (জাপা), শেখ মো. মাইনুল ইসলাম (স্বতন্ত্র), সাবের আহমেদ (স্বতন্ত্র), মো. নুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও রাবোয়া খাতুন (এনটিপি)। এ পৌরসভায় কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিরর পদে ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার ও গত বুধবার কলাপাড়া সহকারী রিটানিং অফিসার এবিএম সিদ্দিকুর রহমান ও কুয়াকাটা পৌরসভায় দায়িত্বরত সহকারী রিটানিং অফিসার খালিদ বিন রউফ’র হাতে প্রার্থীরা মনোনয়ন পত্র তুলে দেন। মনোনয়নপত্র জমাদান কালে হাজার হাজার দলীয় সমর্থকরা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভীড় করে।

(এমকেআর/এএস/ডিসেম্বর ০৩, ২০১৫)