সদেরা সুজন, সিবিএনএ, কানাডা থেকে : কানাডার স্থানীয় সময় শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত টরন্টোয় পাকিস্তানের কনস্যুলেটের সামনে প্রবাসী বাংলাদেশিরা শান্তিপূর্ণভাবে নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। ১৯৭১ সালে বর্বর পাকিস্তানিদের অতর্কিত হামলায় ক্ষত-বিক্ষত বাংলাদেশে ত্রিশ লাখ নিরাপরাধ সাধারণ মানুষকে ও দু’লাখেরও বেশী মা-বোনদের সম্ভ্রমহানির চিরসত্যকে সম্প্রতি পাকিস্তান সরকার অস্বীকাররের তীব্র প্রতিবাদে টরন্টোয় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মানুষরা।

সপ্তাহের ব্যস্ততমদিন শুক্রবারে হঠাৎ করে এমন প্রতিবাদে অসংখ্য প্রবাসীরা উপস্থিত হতে না পারাতে দুঃখ প্রকাশ করেছেন। পাকিস্তানের ১৯৭১ সালের গণহত্যা অস্বীকার করা এবং এখনো যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র শীত উপেক্ষা করে প্রায় দু’ঘন্টা এ বিক্ষোভ প্রকাশ করা হয়।

প্রতিবাদ জানানোর পাশাপাশি কনস্যুলেটের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

(এইচআর/ডিসেম্বর ০৫, ২০১৫)