চট্টগ্রাম প্রতিনিধি : আবুধাবি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এডিসিসিআিই) নির্বাচনে প্রথম বাংলাদেশী ব্যবসায়ী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিরসরাইয়ের মোহাম্মদ ইউসুফ শরীফ।

আগামী ১২ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ১৫ জন সদস্য নির্বাচিত হবে। এর মধ্যে ১৩ জন সদস্য হবেন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক। বাকি দুটি আসনে বিজয়ীরা হবেন বিদেশী।

এ দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ বিদেশী। তাদেরই একজন বোয়িং এক্সপ্রেস ট্রাভেলের মালিক মোহাম্মদ ইউসুফ শরীফ।

ইউসুফ শরীফের বন্ধু মেজবাউল হক মানিক বলেন, “সে (ইউসুফ) বিজয়ী হতে এরই মধ্যে ব্যপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।” জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান মেজবা।

কারণ আবুধাবী অঞ্চলে বিদেশী নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ ভারতীয়। তারপরে রয়েছে বাংলাদেশী। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানী নাগরিকরা। এ ছাড়া রয়েছে বিভিন্ন দেশের নাগরিক।

এ বিষয়ে ইউসুফ শরীফ বলেন, “এ নির্বাচনে জয়ী হতে পারলে এডিসিসিআিইর মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে যোগসূত্র সৃষ্টি হবে। ফলে তিনি বাংলাদেশের বিভিন্ন সমস্যা, ব্যবসাসংক্রান্ত ইস্যু, শ্রমিক ইস্যু, বিনিয়োগ নিয়ে কাজ করতে পারবেন।”

এডিসিসিআিইর মোট সদস্য সংখ্যা ৭৮, হাজার। এখানে ১৫ নির্বাচিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৭৬ প্রার্থী।

২০০৫ সালে আবুধাবি চেম্বারের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতেও বাংলাদেশী একজন প্রার্থী ছিলেন। তারপর এবারই প্রথম একজন বাংলাদেশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউসুফ শরীফ।

তিনি বলেন, “এটি একটি শক্তিশালী সংগঠন। আমি নির্বাচিত হলে কর্তৃপক্ষের সঙ্গে নানা সমস্যা নিয়ে কথা বলে সমাধানের চেষ্টা করব। ইউসুফ ১৯৯৫ সালে আবুধাবীতে পাড়ি জমান। সে মিরসরাই উপজেলার ৪ নম্বর ধূম ইউনিয়নের নাহেরপুর গ্রামের আলহাজ্ব আমির হোসেনের ছেলে।”

(ওএস/এস/মে ২৭, ২০১৪)