সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ নাংলা গ্রামে অভিযান চালিয়ে ওয়ানশ্যুটার গান ও গুলিসহ আব্দুল গফুর ওরফে মাস্তান গফুর নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শনিবার (৫ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল গফুর ওই গ্রামের মৃত কালুর ছেলে।

সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, আব্দুল গফুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৫, ২০১৫)