গোপালগঞ্জ প্রতিনিধি : দুই শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন মা। গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম কুমার ঘোষের আদালতে শনিবার দুপুরে মা জান্নাতুল ফেরদাউস কুলসুম এ জবানবন্দী দিয়েছেন।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলাম জানান, মোবাইল ফোনে মাদারীপুরের এক ব্যক্তির সঙ্গে কুলসুম বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক রানার কথামতো তাদের প্রেমের সফল পরিণতির জন্য শিশু সন্তানদের তিনি হত্যা করেন বলেও আদালতে স্বীকার করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে নিজ সন্তান রায়হান সরদারকে (১০) হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে ও রইজ সরদারকে (৪) বালিশচাপা দিয়ে হত্যা করা হয়।

এ ব্যাপারে শুক্রবার গভীর রাতে নিহতদের বাবা মাওলানা ইউসুফ সরদার বাদী হয়ে দায়ের করা মামলা থানায় রেকর্ড হয়েছে। অভিযুক্ত জান্নাতুল ফেরদাউস কুলসুমকে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৬, ২০১৫)