বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলার শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজের বিবিএ ২য় বর্ষের ছাত্রী সোনিয়া আক্তারের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁঁসির দাবীতে শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকাবাসি মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

রবিবার দুপুরে কচুয়া উপজেলা সদরের জিরো পয়েন্টে ঘন্ট্যাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধনে বক্তরা কলেজ ছাত্রী সোনিয়া হত্যাকারী তার স্বামী মন্টু আকনসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাসিঁর দাবী জানায়।

মানববন্ধনে বক্তৃতা করেন, শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নাজমা সরোয়ার, বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু প্রমুখ।

এক বছর আগে মোবাইলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামের রজব আলীর ছেলে মন্টু আকনের সাথে আমার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই পরিচয়ের সুত্র ধরে ঈদের সময়ে সোনিয়া পালিয়ে গিয়ে মন্টুকে বিয়ে করে। মন্টুর আগে একটি বিয়ে রয়েছে জানতে পেরে সোনিয়ার সঙ্গে মন্টুর ঝগড়া হত। তারই জের ধরে গত ২৬ নভেম্বর সোনিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এর ৯ দিন পর শনিবার সকালে কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

(এসএকে/এইচআর/ডিসেম্বর ০৬, ২০১৫)